বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
ব্যান্ডেরর পক্ষ থেকে রিসাদের মায়ের হাতে ৩ লক্ষটাকার চেক প্রদান।
আজকের কিশোরগঞ্জ ২৪.
রিসাদের পাচে দাড়িয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রচেষ্টার দ্বারা কনসার্ট ফর রিসাদ আয়োজন করা হয়।
রংপুর স্টেডিয়ামে কনসার্ট ফর রিসাদ গতকাল সম্পুর্ন হয়ে যায়।
কনসার্ট ফর রিসাদ,এই আয়োজনের মূল লক্ষ্যই ছিলো অসুস্থ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থী রিসাদকে সুস্থ করে তোলা।
সেই লক্ষে কনসার্ট ফর রিসাদ আয়োজন করা হয়েছিল।
পুরো রংপুর শহর কনসার্ট ফর রিসাদ গতকাল নিজ নিজ স্থান থেকে উপভোগ করেছেন এবং সেই সাথে যে যত টুকু সম্ভব সাহায্য করছেন।
কনসার্ট ফর রিসাদের ‘শিরোনামহীন ব্যান্ড অনুষ্ঠানে আসে এবং অনুষ্ঠান শেষ করার মাঝেই রিসাদের মায়ের হাতে ২ লক্ষ টাকা চেক প্রদান করেন।
এছাড়াও কনসার্ট ফর রিসাদে অনেক ব্যান্ডের উপস্থিত ছিলো।
জলের গান,রিদয় জে জে,টংগের গাব সাথে শিরোনামহীন ব্যান্ড।
পুরো রংপুর স্টেডিয়ামে সাধারণ জনতার পাশাপাশি ছাত্র জনতার ঢল নেমেছিলো।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিসাদ।
দুটো কিডনি অচল হওয়ায় তার পরিবার যথেষ্টভাবে ভেংগে পড়ে,কারন রিসাদকে সুস্থ করে তোলার জন্য প্রায় আনুমানিক ২৫ লাখ টাকার প্রয়োজন ছিলো।
যা তার পরিবারের পক্ষে কোনোভাবে সম্ভব ছিলো না।ঠিক সেই সময়ে পাশে দাড়ায় রিসাদের সহপাঠী থেকে শুরু করে সাধারণ জনতা।
গতকাল তাদের প্রচেষ্টার সুফল বয়ে আনে।
রিসাদকে সুস্থ করে তোলার জন্য যে টাকার প্রয়োজন ছিলো, এটি কনসার্ট ফর রিসাদ এর মাধ্যমে সংগ্রহ করা অনেকটায় সম্ভব হয়েছে বলে জানান সাধারণ ছাত্রজনতা।এরকম মানবিক গুণাবলি আমাদের ছাত্রদের মাঝে আছে বলেই আমরা আজকে স্বাধীন হতে পেরেছি, এরকম ঐক্য আমাদের সাধারণ ছাত্রদের মাঝে আছে বলই আমার এগিয়ে যেতে পারছি-এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানায়।
গতকাল রংপুরের স্টেডিয়ামে কামায় কামায় লোকের সমাগম ছিলো।গত ১ মাসের প্রচেষ্টায় এটি কাল সফল হয়।
প্রত্যেকটা টিকিটির মূল্য ছিলো ১৫০ টাকা করে।
এটি যেন ১৫০ টাকা না,এটি রিসাদের জীবনের তালিকা ছিলো।
কনসার্টের মাধ্যমে রিসাদকে সুস্থ করে তোলার টাকা সংগ্রহ করে পেরে রংপুর বাসীও নিজেকে গর্ব করতে পারছেন।
কনসার্টে একজন সাধারণ জনতার কাছে কনসার্ট ফর রিসাদ সম্পর্কে জানতে চাইলে বলেন,এটি একটি মহৎ উদ্যোগ ছিলো যেটি আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে।
আমরা সাধারণ মানুষ যে যতটুকু পারি দিয়ে,রিসাদের পাশে দ্বাড়াতে চাই।