বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
আজকের কিশোরগঞ্জ ২৪.
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই এই স্লোগান। উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন রাস্তাা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর এসে র্যালী শেষ হয়।
দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সহ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকান্ড ও ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়, এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আল আমিন সহ শিক্ষক,শিক্ষার্থী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।