বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
আগেও করেছি শেষ বয়সেও মানুষের সেবা করতে চাই
সামসুজ্জামান সুমন,উপদেষ্টা আজকের কিশোরগঞ্জ ২৪|
দরিদ্রদের মাঝে শীতের সময় শীতবস্ত্র, ঈদের সময় ঈদসামগ্রীসহ শাড়ি-লুঙ্গি, রমজানে ইফতারসমাগ্রী বিতরণ করে আসছি। নিজ তহবিল থেকেও টাকা খরচ করে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানাসহ অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে কাজ করে সবসময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে শেষ বয়সেও থাকতে চাই।
বুধবার বিকালে বাদশা টাউন কমপ্লেক্স ইফতার মাহফিল ও এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির কেদ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।
তিনি আরো বলেন,বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীদের দুর্দিনে নানাভাবে সহযোগিতা করেছি। স্থানীয় মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সবসময় দলমত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। দল থেকে সমর্থন দিলে এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে শেষ বয়সেও মানুষের সেবা করে যেতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম।
রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটি ও সংগঠনের বাহিরে সাংবাদিকসহ,শিক্ষক ও বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।