বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
বন্যায় সর্বহারার মত হয়েছে,চিস্তাব্যারেজ খুলে দেওয়ায়
নীলফামারীর কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের পাকা আমন ধানখেত ও শাকসবজির মাঠ। ফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকদের লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগামী কয়েক দিন যদি এরকম আরো বৃষ্টি হয় তাহলে অনেক কৃষক পথে বসে যাবে বলে জানিয়েছেন তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার কিশোরগঞ্জ উপজেলায় ৪ হাজার ৮২০ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান চাষ হয়। এর মধ্যে হাইব্রিড ব্রি-৯৮, ৭৫, ৭১,,৮৭,৮৪ সহ বিভিন্ন আগাম জাতের ধানের চাষ করেছিল কৃষক। এই ধান মাত্র ১০০ থেকে ১২০ দিনের মধ্যেই উৎপন্ন হয় বলে কৃষকরা উঁচু জমিতে এই ধান চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় গত সপ্তাহ থেকে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছিল। ধান কাটা শুরুর পর কৃষকের বাড়িতে আনন্দের বন্যা শুরু হয়েছিল। কিন্তু গত বৃধবার থেকে সেই আনন্দের বন্যা বিষাদে পরিণত হয়।
শনিবার সরেজমিন দেখা যায়, মাঠের পর মাঠ কৃষকদের স্বপ্নের ধান পানির নিচে তলিয়ে গেছে। যে জমি তুলনামূলকভাবে উঁচু সে জমির ধান জমিতে নুইয়ে পড়েছে। যে জমি কিছুটা নিচু সেগুলো পানিতে ডুবে রয়েছে। বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি হাঁড়িবেচাপাড়া গ্রামের কৃষক একরামুল হক বলেন, আমি দুই বিঘা জমিতে আগাম চায়না ধান চাষ করেছিলাম। ধান পাকায় গত মঙ্গলবার ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলাম। কিন্তু হঠাৎ গত বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি