বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
মা জানেন না মাহিন বেঁচে নেই, বাবা ছুটেছেন ঢাকায়!
রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার ইমতিয়াজ হোসেন ইমনের ছেলে মুবতাসিম রহমান মাহিন, বিদ্যুতায়িত হয়ে মা`রা যাওয়া তিনজন শিক্ষার্থীর মধ্যে একজন।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার ইমতিয়াজ হোসেন ইমনের ছেলে মুবতাসিম রহমান মাহিন (২২)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় থেকে পিকনিকে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মাহিন। প্রতিবেশী-স্বজনরা মৃত্যুর খবর জানলেও মা জানেন ছেলে বেঁচে নেই। ছেলের মরদেহ আসা পর্যন্ত যেন মায়ের কানে মৃত্যুর খবর না পৌঁছায় সেজন্য স্বজনরা চালাচ্ছেন জোর প্রচেষ্টা। প্রতিবেশী বা অন্য কাউকে বাড়ির আশপাশে ভিড়তে দিচ্ছেন না তারা
মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান ইমন এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। দুই ভাইয়ের মধ্যে মাহিন বড়। মা-বাবা ও পরিবারের খুব আদরের ছিলেন মাহিন। ঝুলে থাকা বিদ্যুতের তারে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে মাহিনসহ আইইউটির তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন শিক্ষার্থী।
বিকেলে মাহিনের বাড়িতে যাওয়ার পথে পুরো এলাকা শোকাবহ দেখা যায়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রতিবেশীরা তার মৃত্যুর খবর নিয়ে আলোচনা করছে। তবে বাড়ির আশপাশে কাউকে দেখা যায়নি।
মাহিনের চাচা হাসান রহমান জানান, আইইউটি ইউনিভার্সিটিতে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষবর্ষে পড়ত মাহিন। সকালে বাসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে মাহিন। মাহিনের বাবা ঢাকার পথে রওনা দিয়েছে। বিষয়টি এখনও তার মাকে জানানো হয়নি। ছেলের মৃত্যুর খরব তার মা সহ্য করতে পারবেন না। এজন্য বাড়ির আশপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না।
চাচাতো ভাই ইমতিয়াজ রহমান বলেন, ‘সর্বশেষ দুই সপ্তাহ আগে কথা হয়েছিল। আর কথা হয়নি। অনেক ভালো ছিল মাহিন ভাই। কখনও কারও সঙ্গে খারাপ আচারণ করত না। আমাদের অনেক ভালোবাসত। ভাইকে অনেক মিস করব। আমার ভাইয়ের মতো যেন আর কারও মৃত্যু না হয় আল্লাহর কাছে প্রার্থনা করি।’
মাহিনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে ছোটবেলার বন্ধু তাসিম। মাহিনের বাড়ির পাশে কান্নায় ভেঙে পড়েন তাসিম বলেন, ‘আন্দোলনের সময় তিন মাস একসাথে ছিলাম। কিন্তু পরীক্ষা থাকায় সে ঢাকায় চলে যায়। প্রায় দুই থেকে তিন সপ্তাহ