বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
কিশোরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি ) দুপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় স্টেডিয়াম থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবাইর ইবনে রুবেল ও সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সায়েদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিমন,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া,সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সম্রাট উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ও ছাত্রদলের ইউনিটের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতার শুরু হয়।