বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
অনশনের দুই দিন
যৌতুক ১২ লাখ টাকা দিতে না পারায় বিয়ে হচ্ছে না কলেজ ছাত্রীর
উপদেষ্টা, আজকের কিশোরগঞ্জ ২৪ নিউজ।
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশনের দুইদিন পেরিয়ে গেলেও প্রেমিক পুলিশের পরিবারের যৌতুকের ১২ লাখ টাকা দিতে না পারায় বিয়ে হচ্ছে না ওই ছাত্রীর।
জানা গেছে , উপজেলা সদর ইউনিয়নের রাজীব বাংলাবাজার গ্রামের জিয়ারুল ইসলামের কলেজ পড়–য়া মেয়ের সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে পুলিশ সদস্য রিপন মিয়ার। প্রতারক প্রেমিক নানা অযুহাতে বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারিরীক সম্পর্ক করে। প্রেমিকের বিয়ের খবর শুনে কলেজ ছাত্রী গত রবিবার (১৯ জানুয়ারী) সকালে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠে অনশন শুরু করে। কিন্তু অনশনের ২দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রেমিকের বড় ভাই লালমিয়া ১২ লক্ষ টাকা যৌতুক দাবি করে বসে।
মেয়েটি জানায় আমার গরীব বাবা যৌতুকের ১২ লক্ষ টাকা দিতে না পারায় আমার সম্মান নিয়ে খেলা করছে প্রেমিকের পরিবার। আমার শেষ কথা বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পরবর্তী কোন খবর আমি কিছু জানতে পারিনি। তদন্তকারী কর্মকর্তার সাথে’ যোগাযোগ করেন।