বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে মালটা বাগান করে লাভবান।
নীলফামারীর কিশোরগঞ্জের এক কৃষক বারি-১ জাতের মালটার বাগান করে লাভবান হয়েছেন এক কৃষক। তার বাগানের গাছের ডালগুলো নুয়ে পড়েছে সবুজ জাতের মালটার ভারে, যা রসালো ও মিষ্টিতে ভরা। বাগানের এমন দৃশ্যে আশার আলো দেখছেন কিশোরগঞ্জ উপজেলার ইসমাইল গ্রামের আজিজুল ইসলাম।
গত বছর তিনি ১ লাখ আয় করেন মালটার বাগান থেকে। এ বছর দ্বিগুণ আশা করছেন। তার চাষাবাদের জমি রয়েছে প্রায় ১৫ বিঘা। বাগানে উৎপাদন দেখে তিনি ভবিষ্যতে আরো অনেক জমিতে মালটা চাষ করবেন বলে আশা প্রকাশ করেন। মালটার সঙ্গে তিনি সাথী ফসলও করেন। লাউ, মিষ্টি কুমড়া, ক্ষীরা, রসুন ও মাসকলাই করেও সফলতা পেয়েছেন।কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘বাগানে ক্ষতিকর কোনো ওষুধ প্রয়োগ করি না। পাড়া-প্রতিবেশীরা এসে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কিনে খায় আমার মালটা। শখ করে মালটা লাগিয়েছিলাম। স্থানীয় কৃষি দপ্তর ৬০টি বারী-১ চারা আমাকে দিয়েছিল। আমার বাগানে এখন ২০০টি মালটার গাছ রয়েছে।’কিশোরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম বলেন, এই এলাকা মালটা চাষের জন্য খুবই উপযোগী।